রাসায়নিক সাম্যাবস্থা

তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে কি ঘটবে?
তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা সামনের দিকে অগ্রসর হবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে।

15 ml 0.15 M CH3COOH এবং 6 ml 0.1 M NaOH দ্রবণের মিশ্রণের pH নির্ণয় কর।
মিশ্রণে সংঘটিত বিক্রিয়াটি হলো,
CH3COOH + NaOH -> CH3COONa + H2O
উপরিউক্ত বিক্রিয়া হতে দেখা যায় যে, 1 mol CH3COOH, 1 mol NaOH এর সাথে বিক্রিয়া করে 1 mol CH3COONa উৎপন্ন করে।
15 ml 0.15M CH3COOH = (15 * 0.15) ml 1M CH3COOH = 2.25 ml 1M CH3COOH
6 ml 0.1M NaOH = (6 * 0.1) ml 1M NaOH = 0.6 ml 1M NaOH
সুতরাং, 0.6 ml 1M NaOH, 2.25 ml 1M CH3COOH এর সাথে বিক্রিয়া করে 0.6 ml 1M CH3COONa উৎপন্ন করবে। আর (2.25 - 0.6) ml বা, 1.65 ml CH3COOH দ্রবণে অবশিষ্ট থাকবে।
এসিডের ঘনমাত্রা = 1.652.25 + 0.6
লবণের ঘনমাত্রা = 0.62.25 + 0.6
pH = pKa + log[লবণ][এসিড]
= -logKa + log[লবণ][এসিড]