অধ্যায় ১০ : আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

জ্ঞানমূলক

গ্লেইসার এর সমীকরণটি উল্লেখ কর।

t 1 - t = G ( t 1 - t 2 )
সমীকরণটিতে t হচ্ছে শিশিরাঙ্ক, t1 হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা, t2 হচ্ছে সিক্ত বা আর্দ্র বাল্বের তাপমাত্রা এবং G হচ্ছে গ্লেইসারের উৎপাদক।

অনুধাবনমূলক

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক

সৃজনশীল প্রশ্ন

কোনো একদিন ল্যাবরেটরিতে সিক্ত ও শুষ্ক বাল্ব আদ্রতা মাপক যন্ত্রের শুষ্ক বাল্বের পাঠ 30°C এবং সিক্ত বাল্বের পাঠ 28°C পাওয়া গেল। ভিন্ন ভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ ও গ্লেইসারের উৎপাদকের মান নিচের সারণি-১ এ প্রদত্ত হলো: (ঢাকা বোর্ড ২০১৭)
সারণি-১
তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ (mHg) গ্লেইসারের উৎপাদক
26°C 25.21×10-3 1.69
28°C 28.35×10-3 1.67
29°C 29.93×10-3 1.66
30°C 31.83×10-3 1.65
গ. ল্যাবরেটরিতে ঐ দিন আপেক্ষিক আদ্রতা কত ছিল নির্ণয় কর। (82.65%)
ঘ. যদি ঐ দিন তাপমাত্রা হঠাৎ 1°C হ্রাস পায় তবে শিশিরাঙ্কের পরিবর্তন কীরূপ হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।