অধ্যায় ৪ : তড়িৎ রসায়ন

জ্ঞানমূলক

অনুধাবনমূলক

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক

Zn2+ এর ঘনমাত্রা 0.5M এবং Cu2+ এর ঘনমাত্রা 0.2M। 25℃ তাপমাত্রায় EZn/Zn2+=0.76V এবং ECu2+/Cu=0.34V হলে কোষটির তড়িচ্চালক বল নির্ণয় কর।

প্রদত্ত কোষের জিংক তড়িৎদ্বারের জারণ বিভব +0.76V এবং কপার তড়িৎদ্বারের বিজারণ বিভব +0.34V বা জারণ বিভব -0.34V। যেহেতু জিংক তড়িৎদ্বারের জারণ বিভব অপেক্ষাকৃত বেশি তাই জিংক তড়িৎদ্বার অ্যানোড হিসেবে এবং কপার তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে কাজ করবে।
অ্যানোড বা জারণ অর্ধ-বিক্রিয়া: Zn(s)->Zn2++2e-
ক্যাথোড বা বিজারণ অর্ধ-বিক্রিয়া: Cu2++2e-->Cu(s)
তড়িচ্চালক বল = ( EZn/Zn2+ + ECu2+/Cu ) - 2.303RTnFlogউৎপাদ আয়নের ঘনমাত্রাবিক্রিয়ক আয়নের ঘনমাত্রা