তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে?
কোনো সমযোজী যৌগের অণুতে উপস্থিত দুইটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে একটি মৌলের পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক আকর্ষণ করার ক্ষমতাকে ঐ মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে।
বরফ পানিতে ভাসে কেন?
বরফের ঘনত্ব পানির চেয়ে কম হওয়ায় বরফ পানিতে ভাসে। বরফের মধ্যে বিদ্যমান H-বন্ধন এর কারণে এমনটি ঘটে।
পানি যখন ঠান্ডা হয়ে বরফে পরিণত হয়, তখন প্রতিটি অণুর অক্সিজেন পরমাণু নিজস্ব হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে যুক্ত থাকার
পাশাপাশি পাশ্ববর্তী অণুর হাইড্রোজেন পরমাণুর সাথে H-বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। H-বন্ধন দ্বারা যুক্ত হাইড্রোজেন পরমাণু দুইটি সমযোজী বন্ধন দ্বারা
যুক্ত হাইড্রোজেন পরমাণুর চেয়ে বেশি দূরত্বে অবস্থান করে। ফলে বরফের মধ্যে পানির চেয়ে বেশি ফাঁকা জায়গা থাকে। একারণে বরফ পানির চেয়ে
হালকা হয় এবং পানিতে ভাসে।
NF3, NCl3, এবং NBr3 যৌগগুলোর মধ্যে কোনটি অধিক পোলারধর্মী? কারণসহ বর্ণনা কর।
NF3, NCl3, এবং NBr3 যৌগগুলি সমযোজী। সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে কোনো পরমাণু কর্তৃক নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ঐ পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বলে। পাউলিং স্কেল অনুসারে,
মৌল | তড়িৎ ঋণাত্মকতা |
---|---|
নাইট্রোজেন | 3.0 |
ফ্লোরিন | 4.0 |
ক্লোরিন | 3.0 |
ব্রোমিন | 2.8 |
সমযোজী যৌগে থাকা ভিন্ন মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে একটি পরমাণু ইলেকট্রনকে নিজের দিকে অধিক আকর্ষন করে এবং আংশিক ঋণাত্মক মেরুর সৃষ্টি করে। ফলে অপর পরমাণুটিতে আংশিক ধণাত্মক মেরুর সৃষ্টি হয়। এই মেরু সৃষ্টির প্রক্রিয়াটিকে পোলারিটি বলা হয়। সমযোজী বন্ধনে আবদ্ধ মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হয়, তারা তত বেশি পোলার হয়।
উপরিউক্ত তড়িৎ ঋণাত্মকতার মান থেকে এটা স্পষ্ট যে, N-F এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সবচেয়ে বেশি, N-Cl এর সবচেয়ে কম এবং N-Br এর
মাঝামাঝি। অতএব, যৌগগুলোর মধ্যে NF3 সবচেয়ে বেশি পোলারধর্মী। আর এদের পোলার ধর্মের ক্রম নিম্নরূপঃ
NF3 > NBr3 > NCl3