অধ্যায় ৮ : টিস্যু ও টিস্যুতন্ত্র

জ্ঞানমূলক

টিস্যু কী
টিস্যু হলো একগুচ্ছ কোষ যারা একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে, একই ধর্ম বিশিষ্ট হয় এবং একই জাতীয় কাজ সম্পন্ন করে।

ভাজক টিস্যু কী?
যে টিস্যুর কোষগুলোর বিভাজন ক্ষমতা অক্ষুন্ন থাকে তাকে ভাজক টিস্যু বলে।

রিব ভাজক টিস্যু কাকে বলে?
যে ভাজক টিস্যুর কোষগুলো একটি তলে বিভাজিত হয়ে রৈখিক সজ্জাক্রমে এক সারিতে অবস্থান করে এবং দেখতে বুকের পাঁজরের মতো তাকে রিব ভাজক টিস্যু বলে।

অ্যারেনকাইমা টিস্যু কী?
সুগঠিত বায়ুকুঠুরী বিশিষ্ট প্যারেনকাইমা টিস্যুই হলো অ্যারেনকাইমা টিস্যু।

পেরিসাইকল কী?
অন্তঃত্বকের নিচে এবং ভাস্কুলার বান্ডলের বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুই হলো পেরিসাইকল।

স্টিলি কী?
পেরিসাইকল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডলসহ কেন্দ্র পর্যন্ত অংশই হলো স্টিলি।

ক্যাম্বিয়াম কী?
ক্যাম্বিয়াম হলো এক ধরনের ভাজক টিস্যু যা দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে অবস্থান করে।

এপিথেম কী?
হাইডাথোডের গহ্বরের নিচে অসংলগ্ন প্যারেনকাইমা টিস্যুই হলো এপিথেম।

বান্ডল ক্যাপ কী?
স্কে্লরেনকাইমা কোষস্তর যখন ভাস্কুলার বান্ডলের মাথায় টুপির মতো অবস্থান করে তাকে বান্ডল ক্যাপ বলে।

এপিব্লেমা কী?
এপিব্লেমা হলো উদ্ভিদের মূলের ত্বক।

ক্যাসপিরিয়ন স্ট্রিপ কী?
অন্তঃত্বকের কোষগুলোর ভেতরের প্রাচীর ফিতার ন্যায় যে লিগনিন ও সুবেরিনের আস্তরণ দিয়ে বেষ্টিত থাকে তাই ক্যাসপিরিয়ন স্ট্রিপ।