অধ্যায় ১১ : জীবপ্রযুক্তি

জ্ঞানমূলক

প্লাজমিড কী
ব্যাকটেরিয়া কোষের ক্রোমোসোমের বাহিরে অবস্থিত গোলাকার স্বতন্ত্র DNA কে প্লাজমিড বলে।

জিনোম কী?
একটি জীবের এক সেট ক্রোমোসোমে অবস্থিত সকল জিনসহ পূর্ণাঙ্গ DNA কে জিনোম বলে।

জিনোম সিকোয়েন্স কী?
একটি জীবের এক সেট ক্রোমোসোমে অবস্থিত সকল জিনসহ পূর্ণাঙ্গ DNA কে জিনোম বলে।

এক্সপ্লান্ট কী?
টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদ থেকে পৃথক করে নেয়া অংশকে এক্সপ্লান্ট বলে।

ইন্টারফেরন কী?
দেহের ভেতরে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হওয়া যেসব প্রোটিন জাতীয় পদার্থ ভাইরাসজনিত আক্রমণ প্রতিরোধ করে তাদেরকে ইন্টারফেরন বলে।

পপুলেশন কী?
একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বাসকারী একই প্রজাতির একদল জীবকে পপুলেশন বলে।

Bt বেগুন কী?
Bacillus thuringiensis নামক ব্যাকটেরিয়া থেকে পৃথক করা ক্রিস্টাল প্রোটিন জিন অন্তর্ভুক্ত করে উৎপাদন করা GM (Genetically Modified) বেগুন উদ্ভিদকে Bt বেগুন বলে।

ট্রান্সজেনিক প্লান্ট কী?

ইন ভিট্রো কালচার কী?

টটিপোটেন্সি কী?

PCR কী?

মেরিস্টেম কী?

টিস্যু কালচার প্রযুক্তির জনক কী?

রেস্ট্রিকশন এনজাইম কী?

GM ফসল কী?

ক্যালাস কী?

DNA লাইগেজ কী?

সাইব্রিড কী?

ইনসুলিন কী?

বায়োফার্মিং কী?

কালচার মিডিয়াম কী?

হিউমুলিন কী?

TO কী?

টিস্যু কালচার পদ্ধতির সংজ্ঞা দাও?

জীবপ্রযুক্তি কী?

Biotechnology শব্দটির শাব্দিক অর্থ কী?

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক

অপরাধী শনাক্তকরণে জিন প্রযুক্তির ভূমিকা বর্ণনা করো।

টিস্যু কালচার পদ্ধতি বর্ণনা করো।

প্লাজমিডের বৈশিষ্টসমূহ ব্যাখ্যা করো।

ইনসুলিন তৈরির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।

টিস্যু কালচারের প্রয়োজনীয়তা বর্ণনা করো।

কৃষি উন্নয়নে টিস্যু কালচার প্রযুক্তির ভূমিকা আলোচনা করো।

রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি বর্ণনা করো।

রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি বিকাশের সাথে স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে ব্যাখ্যা করো।

টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ ধারাবাহিকভাবে লেখো।

রিম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ চিত্রের সাহায্যে দেখাও।

বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে জীবপ্রযুক্তি প্রক্রিয়ার প্রয়োগ বর্ণনা করো।

জৈব প্রযুক্তিতে প্লাজমিডের ভূমিকা বিশ্লেষণ করো।

চিকিৎসা ক্ষেত্রে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির গুরুত্ব আলোচনা করো।

টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার বিশ্লেষণ করো।

চিকিৎসা ও অপরাধ দমনে জিন প্রযুক্তির অবদান বিশ্লেষণ করো।

রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির সম্ভাবনা ব্যাখ্যা করো।

কৃষিক্ষেত্রে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ভূমিকা আলোচনা করো।

কৃষি ও চিকিৎসা ক্ষেত্রে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ভূমিকা বিশ্লেষণ করো।

জিনোম সিকোয়েন্সিং এর সাহায্যে মৃত ও বিকৃত ব্যক্তিদের শনাক্তকরণ ব্যাখ্যা করো।

পরিবেশ ব্যবস্থাপনায় রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ভূমিকা আলোচনা করো।

ইন্টারফেরনের উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করো।

রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি সচিত্র বর্ণনা করো।