Clause

কতগুলো শব্দের সমষ্টি যদি এমন হয় যে এর মধ্যে একটি subject ও একটি finite verb থাকে এবং এই শব্দের সমষ্টি বড় একটি বাক্যের অংশ হিসেবে কাজ করে, তাহলে ঐ শব্দ সমষ্টিকে Clause বলে।
*** ক্ষেত্রবিশেষে একটি clause নিজেই সম্পূর্ণ বাক্য গঠন করে থাকে। অর্থাৎ একটি বা দুইটি বা তার চেয়ে বেশি clause নিয়ে একটি বাক্য গঠিত হতে পারে।

Noun Clause

বাক্যের অন্তর্ভুক্ত কতগুলো শব্দ যখন একটিমাত্র noun হিসেবে কাজ করে, তাকে Noun Clause বলে। নিচে Noun Clause এর কিছু উদাহরণ দেওয়া হলো।

Adverb Clause

বাক্যের অন্তর্ভুক্ত কতগুলো শব্দ যখন একটিমাত্র adverb হিসেবে কাজ করে, তাকে Adverb Clause বলে। নিচে Adverb Clause এর কিছু উদাহরণ দেওয়া হলো।

Adverb Clause চিনার উপায়

Adverb Clause সবসময় একটি subordinating conjunction দিয়ে শুরু হয়।

Adjective Clause

বাক্যের অন্তর্ভুক্ত কতগুলো শব্দ যখন একটিমাত্র adjective হিসেবে কাজ করে, তাকে Adjective Clause বলে। নিচে Adjective Clause এর কিছু উদাহরণ দেওয়া হলো।

Adjective Clause চিনার উপায়

Adjective Clause সবসময় একটি relative pronoun অথবা একটি relative adverb দিয়ে শুরু হয়।