যেই শব্দগুলো কোনো verb বা adjective অথবা অন্য কোনো adverb কে বর্ণনা করে তাদেরকে adverb বলে।
Adverb কয়েক প্রকারের হয়। যথাঃ
Adverb of manner : যেই adverb গুলো verb এর কাজটি কিভাবে সম্পাদিত হয় তা বর্ণনা করে তাদেরকে Adverb of manner বলে। যেমনঃ
Adverb of manner অধিকাংশ ক্ষেত্রে verb এর পর বসে। verb এর কাজটি কিভাবে হচ্ছে এই প্রশ্নের উত্তর যেই শব্দটি দেয় সেটিই হলো adverb of manner. মনে রাখতে হবে যে adverb of manner কখনোই verb এবং direct object এর মাঝে বসে না।